চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মিরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো আসামি শনাক্ত করা যায়নি।’ জানা যায়, মিরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিতেন বেলাল। সে কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে তিনি চিনতেন। রাতে তিনি নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে বাজার পাহারা দিতেন। শনিবার বাজারের দক্ষিণ পাশে কম্বল মোড়ানো অবস্থায় তার রক্তাক্ত লাশ পড়ে ছিল। গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে গেছে।