সিলেটে ঘরে ঢুকে আবদুল হান্নান হানাই নামে এক গৃহকর্তাকে খুন করে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
হানাইর পরিবার সূত্র জানায়, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমি বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা ঘরে রেখেছিলেন। ভোররাতে পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার ফারুক ডাকাত ও তার বাহিনীর সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় আবদুল হান্নান বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকাপয়সা লুটে নিয়ে যায়। তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’