বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ৮ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন দুলাল খান ও পান্থ আফজাল। সভাপতিত্ব করেন অভি চৌধুরী। এবার ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ আজীবন সম্মাননা দেওয়া হয় বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে। বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য পুরস্কার পান মাসুম অপু, মোস্তফা মতিহার, মাহমুদ মানজুর, এফ আই দিপু, জনি হক, অনিন্দ্য মামুন, মো. জাহিদুল ইসলাম, রাহাত সাইফুল, মেহ্দী মাসুম, হালিম মোহাম্মদ। জুরি হিসেবে সম্মাননা পান পান্থ আফজাল। ‘মোস্ট পপুলার অ্যাক্টর মোশাররফ করিম, মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর-কম্পোজার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী পরীমণি, অভিনেতা আবদুন নূর সজল, গায়িকা কনা, গীতিকার রবিউল জীবন, পরিচালক রায়হান জুয়েল, অভিনেতা তৌসিফ মাহবুব (খোয়াবনামা), রাশেদ সীমান্ত (স্যালুট), অভিনেত্রী রোবেনা রেজা জুঁই (শাদী মোবারক), অভিনেত্রী কাজী নওশাবা (পেট কাটা ষ-২), নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন, বিশেষ ক্যাটাগরিতে শামীম জামান, শাকিল খান, সায়েরা রেজা, ধ্রুব গুহ। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় কাদের গণি চৌধুরী, জিয়াউল কবির সুমন, কবি হাসান হাফিজ ও রেজাউদ্দিন স্টালিনকে।