বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমার। নিয়মিত শরীরচর্চা করেন, থাকেন কড়া ডায়েটে। তবে অক্ষয়ের ফিট থাকার নেপথ্যে এসবের পাশাপাশি রয়েছে আরও এক কারণ। সেটা কী জানেন? গোমূত্র। হ্যাঁ অভিনেতা নিয়মিত গোমূত্র সেবন করেন। অক্ষয় কুমার অতীতে জনপ্রিয় ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে যোগ দিয়েছিলেন। সেখানেই এই বলিউড তারকা তার ফিট থাকার অন্যতম কারণটি ফাঁস করেছিলেন। বর্তমানে তার বলা সেই কথাগুলো পুনরায় ভাইরাল হয়েছে। উঠে এসেছে নেটগরিকদের চর্চার কেন্দ্রবিন্দুতে। অক্ষয় কুমার যদিও বরাবরই স্বাস্থ্যকর জীবনযাপনের উপকারিতা সম্পর্কে কথা বলেছেন। তবে তিনি কেন নিয়মিত গোমূত্র খান সেই কথা এই লাইভ সেশনে ফাঁস করেছিলেন। ‘বেলবটম’ ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার এবং হুমা কুরেশি বিয়ার গ্রিলসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে যোগ দিয়েছিলেন। সেখানেই হুমা অভিনেতাকে জিজ্ঞেস করেন যে, তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন হাতির বিষ্ঠা মেশানো চা পান করার জন্য? জবাবে অক্ষয় বলেন, ‘আমি একেবারেই ঘাবড়ে যাইনি, চিন্তিতও ছিলাম না। আমি গোমূত্র খাই, আয়ুর্বেদিক কারণের জন্য।