আবারও কনা ও আকাশ সেনের নতুন একটি আইটেম গান প্রকাশ পেতে যাচ্ছে। এ গানের মাধ্যমে আকাশ সেন ও কনা ফের শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নতুন এক ধামাকা নিয়ে। গানের শিরোনাম ‘প্রেমের নদী’। গানটি লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকবি প্রিয় চট্টোপাধ্যায়। আর বরাবরের মতোই কনার জন্য এ গানটির সুর ও সংগীত করেছেন আকাশ সেন। গানটি সম্পর্কে কনা বলেন, ‘আকাশ সেন, প্রিয় চট্টোপাধ্যায় আমার জন্য যেসব গান এর আগে তৈরি করেছেন সবগুলো গানই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। এ গানটিও দারুণ হয়েছে। যারা নাচের গান শুনতে পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালো লাগবে। গানটি নিয়ে আমি বিশেষভাবে আশাবাদী।’ ইতোমত্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে প্রথমবার মডেল হিসেবে জুটি বেঁধে কাজ করেছেন ছোটপর্দার এ সময়ের আলোচিত অভিনেতা যাহের আলভী ও নবাগত জেরিন খান। কলকাতার জনপ্রিয় সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেনের সঙ্গে কনার গান জুটি বেশ সফল। এ জুটির অনেকগুলো গান শ্রোতারা গ্রহণ করেছে ভালোবেসে। ‘রেশমি চুড়ি’ থেকে শুরু করে দুই বাংলায় তুমুল জনপ্রিয় পাওয়া সিনেমার গান ‘দুষ্টু কোকিল’ আকাশ সেন তৈরি করেছেন কনার জন্য। এ ছাড়াও এ জুটির আরও অনেক রোমান্টিক ও আইটেম গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণে ছিলেন সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন এবং কোরিওগ্রাফিতে ছিলেন রোহান বিল্লাল। ‘প্রেমের নদী’র শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে, শিগগিরই এটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে।