নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় তার জামিন দিয়েছেন হাই কোর্ট। এর আগে, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আইভীকে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।