বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সিলেট সিটি করপোরেশনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন, মিজানুর রহমান, কামাল মিয়া, খালেদ আকবর, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ফরহাদ চৌধুরী শামীম, সাঈদুর রহমান, আবদুর রহিম মতছির, নজরুল ইসলাম মুনিম, মুজিবুর রহমান, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, বদরুল আজাদ রানা, মামুনুর রহমান মামুন, হুমায়ুন কবির সুহিন, রুকশানা বেগম শাহনাজ, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, আবদুল মুকিত, হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, দিলওয়ার হোসেন জয়, উসমান হারুন পনির, আলতাফ হোসেন সুমন, আবদুল হাছিব, সুমন আহমদ সিকদার, সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা ও জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নিসহ নেহার রঞ্জন পুরকায়স্থকে দলের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়াকেও প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।