বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা উল্টে নিখোঁজ সাবেক পাইলট যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজালের খোঁজ মেলেনি দুই দিনেও। গত শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার খোঁজে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও স্থানীয়রা। নিখোঁজ রিয়ানা আবজাল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। রিয়ানা আবজাল তার বাবা বিমানবাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দরবন দেখতে এসেছিলেন। তার বাবার বাড়ি বরিশাল জেলায়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত যাপন শেষে শনিবার সকাল ১১টায় ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগ স্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকটি উল্টে যায়। এ সময় নৌকায় থাকা সবাই নদীতে পড়ে যান। কেউ সাঁতরে তীরে ওঠেন, আবার স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তবে রিয়ানা আবজাল নামের যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হন।