চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। তিনি গতকাল সকাল থেকে পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ায় গণসংযোগ করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। শরীফুজ্জামান বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শরীফ বলেন, ‘একটি দল ধর্মকে পুঁজি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
আমরা মানুষের পাশে থেকে সে বিভ্রান্তি দূর করতে চাই।’ একই সঙ্গে শরীফ বলেন, ‘অতীতে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ায় দীর্ঘদিন এ এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত রয়েছে। আমরা সবাই মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করি। যার মাধ্যমে দেশের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন হবে।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুর রহমান মেহেদী প্রমুখ।