ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিশু–বৃদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিঙ্গারিয়া গ্রামে।
এলাকাবাসী জানায়, সিঙ্গারিয়া গ্রামে আধিপত্য নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আসাদ মাতুব্বর এবং মনির মোল্লা নেতৃত্বাধীন দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার রাতে মনির মোল্লার সমর্থক বাবলু মোল্লার বাড়িতে তার ছেলের সুন্নতে খৎনা উপলক্ষে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে।
আসাদ পক্ষের কয়েকজন সাউন্ড কমাতে বললেও তা বন্ধ না হওয়ায় তারা ৯৯৯-এ ফোন করে। পুলিশ এসে সাউন্ড বক্স বন্ধ করে দেয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।
রবিবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি, টেঁটা, ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে ১৮ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন।
আসাদ মাতুব্বরের পক্ষের হায়দার হোসেন (৪৭) বলেন, সকালে ব্রিজের ওপর আমাদের পক্ষের জাফর শেখকে (৬৫) মারধর করা হয়। এরপরই সংঘর্ষ শুরু হয়। সাউন্ড বক্স কমানোর অনুরোধ করায় এবং পুলিশকে জানানোয় মনির মোল্লার দল আমাদের ওপর ক্ষুব্ধ ছিল।
অন্যদিকে মনির মোল্লার ছেলে হাসান মোল্লা দাবি করেন, সকালে আসাদ মাতুব্বরের লোকজনই আগে আমাদের ওপর হামলা চালায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী আক্তার হোসেন বলেন, সংঘর্ষে আহত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুই পক্ষের আধিপত্যের বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল