প্রাণ গ্রুপ তাদের পরিবেশকদের অক্লান্ত পরিশ্রম এবং গ্রুপের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে উমরাহ পালনের সুযোগ করে দিয়েছে। সম্প্রতি গ্রুপের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত শতাধিক পরিবেশক এবং তাদের পরিবারের সদস্যরা পবিত্র উমরাহ পালন করেন।
উমরাহ পালনের অংশ হিসেবে তারা পবিত্র কাবা শরিফে তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি সম্পন্ন করেন। এছাড়াও মসজিদুল হারামে নামাজ আদায় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করেন। মদিনায় মসজিদে নববীতেও তারা নামাজ আদায় করেন।
উমরাহ সম্পর্কিত উদ্যোগ সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ গ্রুপের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের পরিবেশকদের। তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং আস্থার ফলে আমরা দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উমরাহ আয়োজন করা হয়েছে। আশা করি, এটি তাদের মানসিক প্রশান্তি এবং নতুন উদ্দীপনা দেবে।”
তিনি আরও বলেন, “প্রাণ গ্রুপ সবসময় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং বিশ্বাসের বন্ধন দৃঢ় করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা পরিবেশকদের উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রণোদনার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখব।”
পরিবেশকরা প্রাণ গ্রুপের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাদের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/আশিক