তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলাপর্যায়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রুমানা আক্তার, এডিএম মারুফ হাসান ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য।
প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও তিনটি পৌরসভার চ্যাম্পিয়ন ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/কেএইচটি