জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদের পারস্পরিক তর্কের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রেজিস্ট্রারের এমন আচরণে প্রশাসনের ব্যাখ্যা চেয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে।
সোমবার রাকসু নেতৃবৃন্দের এ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনে বিলম্ব বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ বরদাস্ত করবে না রাকসু। রেজিস্ট্রারের এমন আচরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও তদন্ত দাবি করছি।
এরআগে, ৯ নভেম্বর দুপুরে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার দপ্তরের যান সালাউদ্দিন আম্মার। রেজিস্ট্রার তাকে বাহিরে অপেক্ষা করতে বললেও এক পর্যায়ে তিনি নির্দেশনা অমান্য করে কক্ষে প্রবেশ করেন এবং রেজিস্ট্রারে সঙ্গে তর্কে জড়ান। তর্কের এক পর্যায়ে রেজিস্ট্রার ও আম্মারের মধ্যে উচ্চবাচ্য হয়। এসময় রেজিস্ট্রার তাকে বেয়াদব সম্বোধন করে বের হয়ে যেতে বলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন