সরকারি দায়িত্ব পালনকালে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা শাসনগাছা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তা যখন সন্ত্রাসী হামলার শিকার হন, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।
এ সময় বক্তারা মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে তাঁরা ভীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।
মানববন্ধনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, উপপরিচালক মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল