দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের মতো আড়ালে না থেকে এখন খোলামেলাভাবেই নিজের ভাবনা প্রকাশ করছেন তিনি।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের মত প্রকাশ করেন প্রভা। পোস্টে তিনি লেখেন, “যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।”
প্রভার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন শতাধিক অনুরাগী। বেশিরভাগ ভক্তই প্রভার সঙ্গে একমত পোষণ করে লিখেছেন—ভদ্র মানুষ চুপ থাকলেও সে দুর্বল নয়।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। শুধু অভিনয় নয়, নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দেন প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক