বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ সুইটস’-এর নতুন শাখা চালু হয়েছে।
সোমবার দুপুরে আবাসিক এলাকার ই ব্লকের ঢালী ফুড কোর্টে আনুষ্ঠানিকভাবে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়।
এর আগে সি ও আই ব্লকে শাখা চালু করে ভোক্তাদের ব্যাপক সাড়া পায় হেরিটেজ সুইটস।
নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বৃহত্তর পরিসরে গ্রাহকদের কাছে তাদের সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর সম্প্রসারিত করলো। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আউটলেট খোলা থাকবে, যেখানে সরাসরি গিয়ে পছন্দের মিষ্টি কিনতে পারবেন ক্রেতারা। দিতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডারও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মনিরুল ইসলাম পলাশসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম এম জসিম উদ্দিন বলেন, ‘আজ আমরা উদ্বোধন করছি হেরিটেজ সুইটস-এর তৃতীয় শাখা। আগের দু’টি শাখায় ভোক্তাদের ভালোবাসা ও আস্থা আমাদের এই নতুন যাত্রার অনুপ্রেরণা। গুণগত মান, বিশুদ্ধতা ও বৈচিত্র্যের মাধ্যমে বাঙালির প্রিয় মিষ্টির ব্র্যান্ড হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। এই পথচলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘আজকের এই শাখাটি শুধু বসুন্ধরা আবাসিক এলাকার জন্য নয়; আশপাশের পুরো অঞ্চলকেও আমরা সেবা দিতে চাই। খুব শিগগিরই রাজধানীর আরও গুরুত্বপূর্ণ স্থানে হেরিটেজ সুইটসের নতুন আউটলেট চালু হবে।’