বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (৯ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নতুন কমিটিতে আব্দুল মমিনকে সভাপতি, রিয়াদুস সালেহীনকে সাধারণ সম্পাদক এবং প্রত্যাশা রানী দাসকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহসভাপতি উসায়তুন হাসানা হাসি (রোকেয়া হল), সহসভাপতি চৈতি অধিকারী (কুয়েত মৈত্রি হল), শিরিন আক্তার (রোকেয়া হল), প্রিয়া আক্তার (সুফিয়া কামাল হল), শারমিন আক্তার (বঙ্গমাতা হল), নুসরাত ঐশি (সামসুন্নাহার হল), আজিজুল হাকিম (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল ইসলাম (জহুরুল হল হল), হানিফ আলী (জসীমউদ্দিন হল), অত্রি ভট্টাচার্য হিয়া (বঙ্গমাতা হল), সাইফুল ইসলাম (মহসীন হল), কেন্টন চাকমা (জগন্নাথ হল), সোবহান আলী হৃদয় (সূর্যসেন হল), সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া তাসনিম সূভী (সুফিয়া কামাল হল) ও রওশন আলী (অমর একুশে হল)।
বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি শুভ কাজের বার্তা ক্যাম্পাসে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দায়িত্বশীলভাবে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেবে—এমন প্রত্যাশা করছি।
বিডি প্রতিদিন/কেএইচটি