চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দেলোয়ার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম পাওয়া গেছে। বিস্তারিত পরিচয় শনাক্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন