ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সিগন্যাল পোস্টের তার চুরির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢুকতে পারছে না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে দুইবার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই সিগন্যাল ক্যাবল চুরি হচ্ছে বলে জানানো হয়েছে। গত মাসে চুরি হয়েছে ট্রান্সফরমারও। এসব ঘটনায় রেলসেবায় ব্যাঘাত ঘটছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, সিগন্যাল ব্যবস্থায় ব্যবহৃত বিশেষ তারগুলো ট্রেন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল, সবুজ ও হলুদ সংকেতের মাধ্যমে ট্রেন থামানো ও চালানোর নির্দেশ দেওয়া হয়। চোরচক্র এখন এসব তারেই নজর দিচ্ছে।
ঢাকা–চট্টগ্রাম রুটের আশুগঞ্জ থেকে আখাউড়া এবং আখাউড়া–সিলেট রুটের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। তারা বলছেন, তার চুরি রোধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, সকালে ডিউটিতে এসে দেখি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে পারছে না। বর্তমানে ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, আখাউড়ার দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। নতুন তার লাগানোর কাজ চলছে, তবে সময় লাগবে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস. এম. শফিকুল ইসলাম বলেন, আগেও চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন