বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা সামনে রেখে শেরপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ‘ডিজিটাল হাইজিন’ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) শেরপুরের তেরাবাজারে অবস্থিত জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ শাহীনূর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি ও ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামিম, সদস্য সাইমন, মাদ্রাসার শিক্ষক জনাব আবুল হাশেম এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা অনলাইন নিরাপত্তা রক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ডিজিটাল হাইজিন হলো এমন কিছু নিয়ম ও অভ্যাসের সমষ্টি যা অনুসরণ করলে একজন ব্যবহারকারী অনলাইন জগতে নিরাপদ থাকতে পারেন। যেমন আমরা ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি, তেমনি ডিজিটাল জীবনে সচেতনতা ও নিরাপত্তা প্রতিদিনের অভ্যাসে অন্তর্ভুক্ত করতে হবে।
আলোচনার মূল বিষয়গুলো ছিল-
পাসওয়ার্ড নিরাপত্তা: শক্তিশালী, জটিল ও স্বতন্ত্র পাসওয়ার্ড ব্যবহার এবং তা নিয়মিত পরিবর্তন করা।
সফটওয়্যার আপডেট: অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সবসময় আপডেট রাখা।
সচেতনতা: অজানা লিঙ্ক, ইমেইল বা মেসেজে ক্লিক না করা।
অ্যান্টিভাইরাস ব্যবহার: নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার ও নিয়মিত স্ক্যান করা।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা: পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সংবেদনশীল তথ্য শেয়ার না করা।
ডিভাইস পরিষ্কার রাখা: অপ্রয়োজনীয় ফাইল, অ্যাপ ও ডেটা নিয়মিত মুছে ফেলা।
এসময় আলোচকরা শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো থেকে দূরে থাকার পরামর্শও দেন।
বিডি-প্রতিদিন/মাইনুল