দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উত্তরবঙ্গের অক্সফোর্ডখ্যাত রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে জিএল মাঠে গিয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহত্যবাহী কারমাইকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি প্রতিবছরই ভালো ফলাফল ও শিক্ষার আঁতুড়ঘর হিসেবে ঐতিহ্য ও খ্যাতি ধরে রেখেছে। এই কৃতিত্বের পেছনে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গে গৌরবের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাবে বলেও আশা করেন বক্তারা।
উল্লেখ্য, ১৯১৬ সালে ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গর্ভনর টমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারে কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ।
কুন্ডি ও কাকিনার জমিদার এবং তাজহাট মহারাজাসহ এলাকার দানশীল হিতৈষী ব্যক্তিদের অনুদানে ১২শ বিঘা জমির ওপর মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটি নির্মাণ করা হয়।
১৯১৭ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। সেই সময় থেকে প্রায় দুই বছরের জন্য কলেজটির পাঠদান চলে রংপুরের বর্তমান জেলা পরিষদ ভবনে।
এরপর ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করা হয়। অবিভক্ত বাংলার যে কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল এর মধ্যে প্রথম সারিতে রয়েছেন কারমাইকেল কলেজ। বর্তমানে এই প্রতিষ্ঠানে ২৫ হাজার শিক্ষাথী উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন।
বিডি প্রতিদিন/কামাল