চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশী অস্ত্র, রিভলবারসহ বিপুল পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। গ্রেফতারকৃতরা হলেন, মো. সাকিব এবং মো. শাহেদ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কর্ণফুলী নদীর তীরের বালুমহাল দখল এবং স্থানীয় রাজনীতি নিয়ে আধিপত্যে বিস্তারের জেরে আবদুল হাকিমকে হত্যার পরিকল্পনা করা হয়। এ জন্য ১৫ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী দল অংশ নেয়। ঘটনার দিন হাকিম বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে গাড়িতে ওঠার একটি পক্ষ তার পিছু নেয়। মদুনাঘাট সেতুর ওপর অপেক্ষায় ছিল আরেকটি গ্রুপ। সেতু অতিক্রম করার পরপরই তার ওপর আক্রমণ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, রাউজানে ৭টি অস্ত্রধারী গ্রুপ আগে থেকে সক্রিয় ছিল। ইতিমধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্য যেসব অপরাধী ধরা ছোয়ার বাইরে রয়েছেন, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হাকিম হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় একটি পুকুর সেচে ৪টি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি চায়না রাইফেল, একটি শর্টগান, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি, বিপুল গুলি এবং ১টি রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ৫ আগস্ট রাউজান থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল, একটি শটগান এবং সাতটি গুলি রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় ব্যবসায়ী আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গুলিতে গাড়িচালক মুহাম্মদ ইসমাইলও আহত হন। ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী তাসফিয়া আলম হাটহাজারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এর আগে পুলিশ এ মামলার আরও চার আসামিকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/কামাল