বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা অত্যন্ত জরুরি। জনগণ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় কেরানীগঞ্জ উপজেলার বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠে বস্তা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টাই সফল হবে না। জনগণ ভোটের অধিকার ফিরে পেতে প্রস্তুত। নির্বাচন কমিশনের উচিত, সময়ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাকে ঢাকা–২ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমান আরও বলেন, কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানকার মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের পদচিহ্ন রয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে ভোট চাইতে হবে।
তিনি অভিযোগ করেন, একটি দল ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। মসজিদে মসজিদে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে, কিন্তু জনগণ আর এ ধরনের প্রতারণায় ভোগাবে না।
আমানউল্লাহ আমান আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন বস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন