দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়। কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ জনের মৃত্যু ও ২৪ জন আহতের খবর পাওয়া গেছে।
দিল্লির দমকল বিভাগ (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার পরে তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
বিডি-প্রতিদিন/শআ