নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকায় চাকরি করেন। রবিবার দুপুরে সাইকেলযোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫ জনের একটি দল বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়ি আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়িগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে জখম করে। তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ফজলে রাব্বি বলেন, রক্সি বাহিনী বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।
অভিযুক্ত রাব্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম