দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটানয় আহত হয়েছেন আরও অনেকে। লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়। এর কয়েক ঘণ্টা আগে হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ফিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলিশ হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পরেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে, নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ