ভারতের দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ। এই ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানিয়েছেন ভয়ানক অভিজ্ঞতার কথা। তার কথায়, বিস্ফোরণের শব্দ এত জোরালো ছিল যে, কিছুক্ষণ তার কান ঝিনঝিন করছিল। তিনি বলেন, একজন ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখি। এটা ভাষায় বর্ণনা করা অসম্ভব।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের ভবনগুলির জানালা ও দরজাও কেঁপে উঠেছিল।
বিস্ফোরণটি হয়েছে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে। পর্যটকদের কাছে জনপ্রিয় এই এলাকায় বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এলাকাটি জামা মসজিদ থেকে ১.১ কিমি এবং গুরুদ্বার শীশগঞ্জ সাহেব থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।
বিস্ফোরণের খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরানো দিল্লির বেশ কিছু এলাকা থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে প্রায় ডজনখানেক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সবকিছু হঠাৎ করে ঘটলো। আমার মনে হলো বিস্ফোরণটা একটা গাড়ির চেয়ে বেশি কিছুতে ঘটেছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল