বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আইকিউএসি-এর পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। টিচিং ফিলোসফি, ইনগেইজড পেডাগোজি অ্যান্ড হায়ার এডুকেশন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অ্যাডজাঙ্ক প্রফেসর বিজয় প্রসাদ বড়ুয়া। রাইজ অব চায়না এ্যাজ সুপারপাওয়ার অ্যান্ড ইটস সিকিউরিটি ইমপ্লিকেশন্স ফর বাংলাদেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেজিগনেটেড অ্যাম্বাসেডর মোঃ মাহবুবুর রশীদ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিওটি উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম, ফয়জুন নাহার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল