চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে একজন যুবককে চার-পাঁচজন দুর্বৃত্ত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সম্প্রতি, এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীর ভিড়। চিকিৎসক দেখানোর জন্য অপেক্ষমাণ নানা বয়সের লোকজন। এর মধ্যে চার-পাঁচজন তরুণ এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এভাবে তুলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণেরা।
খোঁজ নিয়ে জানা যায়, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। রবিবার রাতে পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের নিচতলায় তাঁকে দেখতে পেয়ে ঘিরে ফেলা হয়। পরে তাঁর দুই হাত ধরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, তুলে নিয়ে যাওয়া যুবককে রাতে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল