বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরি আজ বিকেলে ঢাকায় পৌঁছেছেন। দুপুর ১২টায় বিমানবন্দরে উপস্থিত হওয়ার কথা থাকলেও ফ্লাইট মিস হওয়ায় তিনি শেষ পর্যন্ত বিকেল ৫টায় দেশ ফিরেছেন।
বাফুফে সূত্রে জানা গেছে, লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে নিজে টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেন, যার ফলে ঢাকায় ফেরা কিছু সময় বিলম্বিত হয়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। হামজা এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন।
বিডি প্রতিদিন/মুসা