উপকূলীয় জেলা ভোলায় অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে প্রতিটি পরিবার থেকে একজন নারীকে তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে এসব পরিবারে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা সভাপতি মো. শাফায়াত হোসেন সিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম কায়েদ, কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, ইসলামী আন্দোলন ভোলা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সেলিনা আক্তার এবং এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য মীর মোশারেফ হোসেন অমি।
সেলাই মেশিন পাওয়া উপকারভোগী সীমা আক্তার বলেন, আমার স্বামী নির্মাণশ্রমিক ছিলেন। সাত মাস আগে কাজ করতে গিয়ে তার মেরুদণ্ড ভেঙে যায়। তিনি এখন শয্যাশায়ী। সংসার চালানোর কোনো উপায় ছিল না। শুভসংঘের সেলাই প্রশিক্ষণ ও মেশিন পেয়ে আমাদের চলার একটি পথ খুলে গেল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও শুভসংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। শুভসংঘের মাধ্যমে ভোলাসহ বিভিন্ন অঞ্চলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ তাদের প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত নারীদের সংসার চালানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাদের কর্মক্ষম করতে পারলে পরিবার স্বাবলম্বী হয়। এ কাজটি ধারাবাহিকভাবে করছে বসুন্ধরা গ্রুপ।
তিনি আরও বলেন, সেলাই মেশিন পাওয়া নারীরা এটি কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন বলে আশা করছি।
বিডি-প্রতিদিন/মাইনুল