কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরল এতিমখানায় শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র দেওয়া হয়।
দৈনিক কালের কণ্ঠের লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও বরল এতিমখানার শিক্ষক হাফেজ আরমান।
এসময় শিক্ষার্থী শাহাদাত বলেন, ভোর রাতে পড়তে বসলে গলায় ও কানে শীত শীত লাগে। বসুন্ধরা শুভসংঘের মাপলার পেয়ে আমরা খুশি।
লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, সকল শুভকাজে বসুন্ধরা শুভসংঘ রয়েছে। বিশেষ করে লালমাই উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে সংগঠনটি অনেক সেমিনার করেছে। স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে উৎসাহিত করেছে। ২০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে। এবছর শীতের শুরুতেই এতিমদের শীতবস্ত্র দিয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতে এতিম শিক্ষার্থীদের জন্য সংগঠনটি আরো বড় বাজেটের কর্মসূচি গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/কামাল