নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শক্তিশালী সূচনা করেছে বাংলাদেশের নারী দল। স্মৃতি আক্তার ও রূপালি নেতৃত্বাধীন দল ম্যাচে প্রথমার্ধে সামান্য এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে, তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে সক্ষম হয়ে দু'বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয়।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত ছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। গ্যালারি ভরা ছাত্র-ছাত্রীর করতালি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী পর্ব।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে খেললেও জয়ের আনন্দ অনুভব করেছেন। তিনি বলেন, 'শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম, কারণ আগে কখনো উগান্ডার সঙ্গে খেলিনি। তবে প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচগুলোতেও আমরা ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য পদক জয় করব।'
বাংলাদেশ দল মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।
বিডি প্রতিদিন/মুসা