এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিপক্ষ, প্রস্তুতি ও চাপ সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন। তার মতে, এই ম্যাচ কেবল ফুটবল নয়, দেশের আবেগ-উদ্দীপনার বড় প্রতিফলন।
জামাল বলেন, 'এটা অনেক ইমোশনাল, হাই ভোল্টেজ ম্যাচ। এর পর জাতীয় দলের লম্বা বিরতি। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, সেটা শুধু দলের নয়, সমর্থক এবং পুরো দেশের জন্যই ইতিবাচক হবে।'
ভারতকে সর্বশেষ হারানোর পর কেটে গেছে ২২ বছর। এ দীর্ঘ অপেক্ষার ইতি টানতে দৃঢ়প্রতিজ্ঞ জামাল ভূঁইয়া। বর্তমান স্কোয়াডকে তিনি বাংলাদেশের সেরা দল বলে উল্লেখ করেন।
তিনি বলেন, 'আমরা যে অবস্থায় আছি, এটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল। অবশ্যই আমাদের বড় সুযোগ আছে।'
ভারত ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনার কথা উল্লেখ করে জামাল হাস্যরসের সুরে বলেন,'কাল অনেক ফ্রি-কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালিও হবে এটা স্বাভাবিক। যদিও আমি এটাকে সাধারণ ম্যাচ হিসেবেই নেব, কিন্তু এর তাৎপর্য আমি জানি।'
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হামজাকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক। ছয় ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ডকে দলের বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি।
বিখ্যাত সেই বাইসাইকেল গোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন,'হামজাকে অ্যাসিস্ট করতে পেরে আমি সৌভাগ্যবান। বাইসাইকেল গোলটা বাংলাদেশের অন্যতম সেরা হয়তো এক নম্বরেই রাখব।'
হামজার সঙ্গে মাঠের বাইরের বোঝাপড়ার কথাও তুলে ধরে তিনি বলেন, 'হামজার যখনই কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট বা কল করে। মাঠের বাইরেই আমাদের বোঝাপড়া তৈরি হয়েছে।'
ভারতের বিরুদ্ধে সম্ভাব্য কৌশল নিয়ে জামাল জানান, ডিফেন্সে কিছু সমস্যা থাকলেও আক্রমণে আস্থা রাখছেন তারা।
তিনি বলেন,'ভারত যদি ওপরে উঠে খেলে, আমরা সামনে স্পেস পাব। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাকে ঠিকমতো ব্যবহার করতে পারলে সন্দেশ বা রাহুল যেই থাকুক, ডিফেন্স ভাঙা সম্ভব।'
ঢাকায় জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
বিডি প্রতিদিন/মুসা