বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় ঐতিহাসিক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে পথ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর জন্য এই রায় উচিত শিক্ষা। শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার।
এর আগে, তিনি গোয়াতলা বাজারে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া-হালুয়াঘাটের উন্নয়নে তার নিজস্ব কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র হত্যা করে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে, জীবন-জীবিকা বিপন্ন ও নির্মম নিষ্ঠুর দমন নীপিড়ন, গুম, হত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছিল। গণহত্যাকারী গণশত্রুদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তাদের কোনো ক্ষমা নাই।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল। গণঅভ্যুত্থানে তার পতনের পর সেই বন্ধ পথ খুলে গেছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে ইতিবাচক রাজনীতির লক্ষ্যে নিজেদের মন-মানসিকতার পরিবর্তনে প্রস্তুত হতে হবে। নির্বাচনে বিজয়ী হলেই হবে না, বিজয়ের পর রাষ্ট্রের ও জনগণের ভাগ্য পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগের মতো লোভ-লালসা নয়, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইডলাম টোটন ও সদস্য সচিব আনসার আলী তুলাসহ অন্যান্য নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এমআই