খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাটিরাঙ্গা উপজেলার শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
সমাবেশ উদ্ধোধন করেন খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অজিফা সিরাজ এর সভাপতিত্ত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। এতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, জেলা মহিলা দলের সিনিয়র সহ - সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা।
সমাবেশে বক্তারা, বিগত ১৭টি বছরের আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন মন্তব্য করে দুঃখের দিনগুলোর কথা স্মৃতি চারণ করেন। এবং বিগত সরকার সাধারণ জনগণকে ভোটাধিকার থেকে বিরত রেখে ছিলেন। গণতন্ত্র বিরোধী আচরণ করে ছিলেন তারা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সেই দিন পাল্টে গিয়েছে। আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা।
বিডি প্রতিদিন/এএম