গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিষ প্রয়োগে পেঁয়াজের এক বিঘা বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষক রাসেল ফকিরের অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার দুপুরে থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কৃষক রাসেল ফকির বলেন, ‘আমি চাওচা গ্রামে বিশ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদ করি। এর মধ্যে এক বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা করি। সেখানে ২৮ কেজি বীজ ফেলি এবং ৬০০ বস্তা ছাই ব্যবহার করি। এতে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়। বীজ গজিয়ে চারা বের হয়েছিল। দুই পাতার চারাও হয়েছিল। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে বীজতলায় গিয়ে দেখি সব চারা ঢলে পড়েছে। পানি স্প্রে করেও কোনো সুফল পাইনি। ধারণা করছি, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে আমি সর্বনাশের মধ্যে পড়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘আমার কারও সঙ্গে শত্রুতা নেই। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’
বাটিকামারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার তুষার বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কিছু জানায়নি, তাই ঘটনাটি জানা নেই। তবে আমি দ্রুত খোঁজ নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
মুকসুদপুর থানার এসআই ও তদন্ত কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছি। দেখা গেছে পেঁয়াজের চারাগুলো ঢলে পড়েছে, এগুলো আর বাঁচানো সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, গ্রামের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দ্রুত প্রতিবেদন দাখিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল