সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) আসনের সাবেক এমপি মো. নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া আর নেই।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নুরুল ইসলাম তালুকদার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার জানান, নুরুল ইসলাম বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
১৯৮৬ জাতীয় পার্টির মনোনয়নে বিলুপ্ত হওয়া সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে এমপি নির্বাচিত হন। একই আসনে ১৯৮৬ সালেও তিনি নির্বাচিত হন। তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন