ক্রিকেটের প্রতি মুশফিকুর রহিমের নিবেদন এতটা বেশি যে নিজের ওয়ার্ক এথিক্সকে ভিন্নতা দিয়েছেন তিনি। অনুশীলনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, নিজেকে প্রস্তুতি নেওয়া, নিয়মাবর্তিতা, ডিসিপ্লিন সবকিছুই অন্যদের চাইতে মুশফিককে আলাদা বানিয়েছে। দুই দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে মুশফিককে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে।
দুই দফায় হাথুরুসিংহের অধীনে খেলার সুযোগ হয়েছে মুশফিকের। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ৯৯ টেস্টে ২৭ হাফ সেঞ্চুরি ও ১২ সেঞ্চুরিতে ৬ হাজার ৩৫১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারের ১২ টেস্ট সেঞ্চুরির পাঁচটিই করেছেন হাথুরুসিংহের সময়কালে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক।
সেই ম্যাচের আগে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে জানান, পর্দার আড়ালের মুশফিক তার কাজটা সহজ করে দিয়েছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধান কোচ বলেন, আমি দুই দফায় বাংলাদেশের কোচ ছিলাম, ওই সময় আমাদের সাফল্যের বড় একটা অংশে মুশফিকের বিশাল প্রভাব ছিল। মুশফিকের কঠোর পরিশ্রম করার মানসিকতা, কঠিন মুহূর্তে দায়িত্ব নেওয়া এবং নীরবে তরুণদের পরামর্শ দেওয়ার প্রবণতা... এসবই আমার কাজ কিংবা চাকরিকে সহজ করে দিয়েছিল।
বিডি প্রতিদিন/কেএ