কুমিল্লা নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকার ইন্টেরিয়র ডিজাইনার মনিরুল ইসলাম মুন্না। দূরসম্পর্কের এক স্বজনকে নির্দ্বিধায় দান করেন তার একটি কিডনি। স্বেচ্ছায় রক্ত দিয়েছেন ৫৬ বার। মরণোত্তর দুটি চোখও দানের অঙ্গীকার করেছেন। পরোপকারী মুন্না এখন ভালো নেই। তার বাকি কিডনিটা অকেজো হয়ে গেছে। জীবন কাটছে ডায়ালাইসিসের বিছানায়। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হয়। সেই দাতা তরুণ এখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ৪২ বছর বয়সেই মুখোমুখি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সরেজমিন মুন্নার বাসা ও হাসপাতালে দেখা যায়, নগরীর কুমিল্লা মেডিকেল সেন্টারে তিনি ডায়ালাইসিস করান। মুখ ফ্যাকাশে। সাদা বেডে শুয়ে আছেন। ধারদেনা করে চলছে চিকিৎসা। তার চোখে তন্দ্রা এলেও চিকিৎসার খরচের দুশ্চিন্তায় আবার জেগে উঠেন। প্রতি সোম ও বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে হয়। প্রতিবারের খরচ ২ হাজার ৮০০ টাকা। এ ছাড়া প্রতিদিনের ওষুধ বাবদ লাগে প্রায় ২ হাজার টাকা। এক দিন ডায়ালাইসিস করার পর পরেরবার করাতে পারবেন কি না সেই আশঙ্কায় থাকেন। মাঝে মাঝে টাকার অভাবে ডায়ালাইসিস করতে পারেন না, তখন পায়ে পানি এসে যায়। শ্বাসকষ্ট বাড়ে, বাড়ে কাশির যন্ত্রণা। বাসায় এলে দুই মেয়ে বাবার কাঁধে ও পিঠে গড়াগড়ি করে। বাবার কঠিন রোগে ভুগছেন। চিকিৎসা না পেলে দ্রুতই জীবনপ্রদীপ নিভে যাবে তা জানে না সন্তানরা। মুন্না তাদের মাথায় কপালে আদরের চুমু এঁকে দেন। মা আনোয়ারা বেগম ও স্ত্রী তানিয়া আক্তার দূর থেকে বাবা-মেয়ের খুনশুটি দেখেন আর চোখ মোছেন। তিনি জীবন সাজাতে চেয়েছিলেন তার পেশা ইন্টেরিয়র ডিজাইনের মতো। রোগের ঝড়ে এখন সেই জীবননৌকা এখন হাবুডুবু খাচ্ছে। মুন্না জানান, ২০১৫ সালে নগরীর রানীর বাজারের ফজলুল হকের ছেলে নাজমুল হাসান সুমনকে (২৫) কিডনি দান করেন। সুমন তার বন্ধু রনির শ্যালক। সুমনের বাবাকেও মুন্না রক্ত দিয়েছিলেন। কিডনি দেওয়ার পর তার কোনো সমস্যা হয়নি। চলতি বছর সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, লাখে একজন দাতার এমন সমস্যা হয়ে থাকে। মুন্নার মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে একজন মারা গেছে। মুন্না পরিবারের একমাত্র আয় করা মানুষ। দুই মেয়ে আছে। তাদেরও স্বামী মারা গেছে। পরিবারের কোনো আয় নেই। শুধু বসত ভিটাটা আছে। আমার ছোট দুটি নাতনি আছে। মাত্র কথা বলা শুরু করেছে। ছেলেটাকে কেউ একটি কিডনি দান করলে তার জীবনটা বেঁচে যাবে।’
সাহায্য পাঠানোর ঠিকানা : মনিরুল ইসলাম মুন্না, সোনালী ব্যাংক, কুমিল্লা করপোরেট শাখার হিসাব নং-১৩০৯৪০১০৫০৫১২।