দেশীয় শোবিজ অঙ্গনের তারকারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে জড়িয়ে পড়েন নানা আইনি জটিলতায়। গত কয়েক বছরে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বেশ কজন জনপ্রিয় মুখ মামলা ও অভিযোগের কারণে সমালোচনার কেন্দ্রে এসেছেন। তাদের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
মেহজাবীন চৌধুরী
ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন। আমিরুল ইসলাম বলেন, ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও তারা আসেননি। এ জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে আমিরুল ইসলাম গত ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
শাকিব খান
২০২৩ সালের ৩০ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট (অর্থ আদায় মোকদ্দমা) মামলা করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়। প্রযোজক রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁইয়া বলেছিলেন, তার মক্কেল রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দিয়েছিলেন। এর মাধ্যমে রহমত উল্লাহ অপূরণীয় আর্থিক ও সামাজিক বিভিন্ন ক্ষতির শিকার হয়েছেন। এ ক্ষতির মূল্যমান ১০০ কোটি টাকা। এ টাকা আদায়ের জন্য তার মক্কেল মানিস্যুট মামলা করেছেন। এর আগে ১৩ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ।
পরীমণি
চলতি বছরের এপ্রিলে বাসার কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে নায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পিংকি আক্তার। এর আগে ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হন এই নায়িকা। এরপর একই বছরের ১৯ আগস্ট আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ৩১ আগস্ট তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন। এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।
মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ২০২৩ সালের ১৮ মার্চ গাজীপুরে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আর জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। এর আগে ওই বছরের মার্চে স্বামীর সঙ্গে ওমরা পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেছিলেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নজরুল ইসলাম তখন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তাই ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
পপি
অভিনেত্রী পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী ভাড়াটিয়া বাড়ির সামনে পপি এর দুই দিন আগে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, তাই তার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি।
নুসরাত ফারিয়া
চলতি বছরের ১৮ মে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ২০৭ নম্বর ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তখন জানান, ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাকে একদিন কারাভোগও করতে হয়। পরে তিনি জামিন পান।
অপু বিশ্বাস
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণে অর্থায়নের অভিযোগের মামলায় গত ১৩ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অপু। গত বছর ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক ব্যক্তি। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে ২০২৪ সালে প্রতারণার অভিযোগ করে মামলা করেছিলেন প্রযোজক সিমি ইসলাম কলি।
তানজিন তিশা
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে চলতি মাসে মামলা হয়। ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
আত্মগোপনে যারা-
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দেশের অনেক শোবিজ তারকার বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে অভিযুক্ত তারকারা ভয়ে কেউ দেশে গা-ঢাকা দিয়েছেন, আবার কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। দেশ ছাড়ার তালিকায় রয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সুবর্ণা মুস্তাফা-বদরুল আনাম সৌদ। অভিনয় শিল্পী তারিন, শিরিন শীলা, জায়েদ, সাইমন সাদিক, হৃদি হক, লিটু আনাম, অমিত হাসান, মাহি, সাজু খাদেম, নিপুণ প্রমুখ।