প্রখ্যাত সংগীতকার শেখ সাদী খান বাংলা গানের বিশুদ্ধ সুর ও রুচিশীল পরিবেশনার সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন গড়তে শুরু করছেন ‘শ্রুতি নন্দন’ নামের একটি ধারাবাহিক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন শেখ সাদী খান। প্রতি মঙ্গলবার রাত ৮টায় ওটিটি প্লাটফরম এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের পর্দায় ব্যতিক্রমী এই সংগীতানুষ্ঠানটি প্রচার হয়। প্রথম পর্বে অংশ নিয়েছেন মেজবাহ বাপ্পী এবং শবনম মুস্তারি প্রিয়াংকা। সংগীতজ্ঞ শেখ সাদী খানের সুচিন্তিত পরিকল্পনা, সংগীত নির্দেশনা ও অভিজ্ঞতার গল্পে এই আয়োজন হয়ে উঠেছে নান্দনিক। শেখ সাদী খানের সঙ্গে শিল্পীদের গল্প-গানে ও আলাপচারিতায় উঠে এসেছে- গানের জন্মের অন্তরালের গল্প, সুর সৃষ্টির যাত্রাপথ এবং শিল্পীর নিজস্ব স্বপ্ন ও সাধনার কথা। প্রচারের পর থেকে দর্শক শ্রোতাদের প্রশংসায় ভাসছে সংগীতজ্ঞ শেখ সাদী খান, এনিগমা টিভি ও প্রথম পর্বের দুই শিল্পী মেজবাহ বাপ্পী ও প্রিয়াংকা। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের সিইও ফাহমিদুল ইসলাম শান্তনু বলেন, সাদী ভাই আমাদের দেশের সম্পদ। এ দেশের সংগীতকে তিনি এবং তার পরিবার অনেক কিছু দিয়েছেন। তার সঙ্গে আমাদের এই পথচলায় আমরা আনন্দিত।