মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রগতিশীল জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা স্মরণসভায় বক্তারা বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন নিপীড়িত জনতার প্রেরণা। তিনি সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুুষ্ঠিত হয়। দলের মহাসচিব আহমেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানী ৫০ বছর আগে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রগুলোর দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। বলেছিলেন, ‘যে যত ষড়যন্ত্রই করুক বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দেব না। বীর বাঙালি তোমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও।’ তার সেই দেশত্মবোধ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার হুংকার আজকের প্রজন্মকে স্মরণ করেই পথ চলতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।