দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মূল্যস্ফীতির চাপ ও বৈদেশিক খাতের অবস্থান বিবেচনায় নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দশম সভায় এ সিদ্ধান্ত হয়।
নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখার পাশাপাশি এসডিএফ হার ৮ শতাংশ, এসএলএফ হার ১১ দশমিক ৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ ছাড়া মূল্যস্ফীতি টেকসইভাবে কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকবে। কমিটি আশা করে, শীতকালীন ফসল বাজারে আসা, বৈশ্বিক পণ্যমূল্যের নিম্নমুখী প্রবণতা এবং বিনিময় হার স্থিতিশীল থাকলে সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি আরও কমে আসবে এবং অর্থনীতি স্থিতিশীলতার দিকে এগোবে।
কমিটি জানায়, মূল্যস্ফীতির ধারা নিম্নমুখী হলেও উদ্বেগ রয়ে গেছে। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩৬ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৬৪ শতাংশ, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং কোর মূল্যস্ফীতি (খাদ্য ও জ্বালানি ব্যতীত) ৬ দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে। প্রকৃত নীতিমূল্য নেতিবাচক অবস্থা থেকে বেড়ে এখন ১ দশমিক ৬৪ শতাংশে এসেছে। তবে মূল্যস্ফীতিকে টেকসইভাবে কমাতে এটিকে ৩ শতাংশে উন্নীত করা প্রয়োজন। আন্তব্যাংক কলমানি রেট ও রেপো রেট নীতি সুদহারের নিচে অবস্থান করছে, যা বাজারে তারল্যের উন্নতির ইঙ্গিত দেয়।