‘সামান্য জ্বর, সর্দি, কাশি বা ভাইরাল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক ক্রয় বা খাওয়ার আগে বারবার চিন্তা করুন। কোনো ফার্মেসির কথায় অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ আমি, আপনি বা আমাদের পরিবারের যে কেউ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহ পরিণতির শিকার হতে পারি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা বলা হয়।
গতকাল সকালে ‘অ্যাক্ট নাউ, প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট, সিকিউর আওয়ার ফিউচার’ শীর্ষক প্রতিপাদ্যে সিআইএমসিএইচের অডিটোরিয়ামে আয়োজিত বৈজ্ঞানিক কনফারেন্সে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইন্টান্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিআইএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ।