♦ শিক্ষক : মিজান, বল তো দেখি আমার এক হাতে ১০টা আপেল, অন্য হাতে আটটা আপেল, তাহলে আমার কী আছে?
মিজান : স্যার, আপনার অনেক বড় হাত আছে!
♦ লিও টলস্টয় একবার বক্তৃতা করছিলেন। বক্তৃতায় সব প্রাণীর প্রতি অহিংস ও সহানুভূতিশীল হওয়ার কথা বলছিলেন তিনি। এমন সময় একজন প্রশ্ন করলেন- ‘বনের ভিতর একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে, কী করব বলুন তো?’
টলস্টয় বললেন, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। এমন ঘটনা জীবনে বারবার ঘটে না!’
♦ দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে- প্রথম অভিযাত্রী : আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী : অবসরটা আমার দুই জায়গায় কাটে।
প্রথম অভিযাত্রী : কোথায় কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী : অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দিই।
♦ প্রথম চাপাবাজ : জানিস মাঝে মাঝে ইচ্ছা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় চাপাবাজ : অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলে তো।
♦ স্বামী মেয়েদের বেশি কথা বলা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পড়ে শোনাচ্ছিলেন। সেখানে এক জায়গায় লেখা, মেয়েরা দিনে গড়ে ৩০ হাজার শব্দ উচ্চারণ করে। আর ছেলেরা করে প্রায় ১৫ হাজার শব্দ।
ভদ্রলোকের স্ত্রী বললেন, কারণ যে কোনো কথা ছেলেদের দুইবার করে না বললে তারা শোনে না।
স্বামী : বুঝলাম না, কী বললে আবার বলো তো।
-সংগ্রহ : মরিয়ম সুলতানা নিশা, রাধানগর, শ্রীমঙ্গল।