বগুড়ার নন্দীগ্রামে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ-বৃদ্ধ-শিশুদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমধর্মী এ ফুটবল খেলার উদ্বোধনের বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি) মোশারফ হোসেন।
নন্দীগ্রাম পৌরসভার হাটুয়া আলাইপুর ও গুন্দাইল যুব সমাজ কর্তৃক আয়োজিত বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত