মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার অটিজম, বুদ্ধি প্রতিবন্ধীতা, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের মৌলিক শিক্ষার লক্ষ্যে নির্মিত হচ্ছে সুবর্ণ স্কুল।
জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে টঙ্গিবাড়ী মৌজার ১ নং খতিয়ানের ৬৬ নং দাগের ২৮ শতাংশ জমির ওপর বুধবার বেলা ১১ টায় টঙ্গিবাড়ী সুবর্ণ স্কুলের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই স্কুলটি নির্মাণ হলে এ উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার অটিজম আক্রান্ত শিশুরা তাদের মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারবে।
উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমক, সারবেয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ