চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফটিকছড়ির তৃণমূলকে ধানের শীষ উপহার দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে ফেব্রুয়ারিতে নির্বাচনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে ফটিকছড়ির আসন উপহার দেওয়া। সে লক্ষ্যে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বের হওয়া মিছিলটি ঝংকার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় পথসভায় সরওয়ার আলমগীর বলেন, একটি গুপ্ত সংগঠন বিএনপিকে নানাভাবে বিভাজন করার চেষ্টা করতেছে। তাদের পরিকল্পনা নস্যাৎ করতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়ার সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপি সদস্য সচিব আবুল কালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল