সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা পাবে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
গতকাল ঢাকার বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সরকারের বরাদ্দ করা ভূমি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলেমেয়েরা এখানে আসতে পারবে এবং এখান থেকে তারা সম্ভাব্য সব রকম সহযোগিতা পাবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করতে পাশে দাঁড়ান।’
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।